জেনে নিন গলা ব্যথার কারণ
গলাব্যথা কথাটা শুনতে অনেকের কাছে সাধারণ ব্যাপার বলে মনে হয়। আসলে গলাব্যথার কিছু কারণ রয়েছে। এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গলাব্যথার কারণ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেডনেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহরিয়ার আরাফাত।
আমরা অনেক সময় লক্ষ্য করি অনেকে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে গলাব্যথা অনুভব করেন, যা ঢোক গিলতে গিয়ে এই ব্যথা অনুভূত হয়, আসলে কী কী কারণে এই সমস্যা হতে পারে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ শাহরিয়ার আরাফাত বলেন, ঘুম থেকে ওঠার পর অনেকের ব্যাথা হয়। এটা সর্বাধিক ক্ষেত্রে দেখা যায়, গলাটা ড্রাই হয়ে যায়, গলা শুষ্ক হয়ে যায়, তখন ঢুক গিলতে তার একটু ব্যাথা অনুভব হয়। এটার সাথে আনুষাঙ্গিক অনেকগুলো ব্যাপার আছে। যেমন কোনো রোগী বা যারা প্রচুর নাক ডাকে। তাদের নাকে ন্যাজাল অবস্ট্রাকশন থাকে। তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়। ফলে রোগীর মুখটা শুকনা হয়ে যায়। সারা রাত মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে সকালে তার খেতে বা ঢুক গিলতে সমস্যা হয়।
এ ছাড়া কারও ইসোফেজিয়াল রিফ্লাক্স হলে তাদেরও কিন্তু এ সমস্যা বেশি দেখা যায়। ফলে জ্বালার অনুভূতি সৃষ্টি হয়। আরও কিছু সমস্যা হতে পারে, ওই ব্যাক্তি তার আগের রাতে ঠাণ্ডা কিছু খেলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডার জন্য তার গলা ব্যথা হয় বা টনসিল ইনফেকশন হতে পারে। সচরাচর এই সমস্যাগুলোর কারণে গলা ব্যাথা হয়ে থাকে বলে ধারণা করা হয়ে থাকে।
সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কী কী হতে পারে সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ শাহরিয়ার আরাফাত বলেন, এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি হচ্ছে- যাদের শুরুতে এই ধরনের সমস্যা হয়। আমরা তাদের কিছু পরামর্শ দেই। হালকা ওয়ান স্যালাইন ওয়াটার দিয়ে গার্গল করতে হবে। একই সঙ্গে জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে। রোগীর অ্যাসিডিটি কোনো সমস্যা হলে অবশ্যই এন্টি আলসারেন্ট ড্রাগ খেয়ে ঘুমাতে হবে। এ ছাড়া রাতের খাবার সন্ধ্যার মধ্যে খেতে হবে।
গলাব্যথা সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।