শাশুড়ি রাগী, ভাবছেন কী করবেন?
বিয়ের পর মেয়েদের নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হয়। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব সব একসঙ্গে ঘাড়ে চেপে বসে। সব সামলে নিলেও শাশুড়ির সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগেই যায়। আর যদি শাশুড়ি অতিরিক্ত রাগী হন, তাহলে তো আর কথাই নেই। কী করবেন বলুন, শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে তো আর স্বামীর সঙ্গে সুখে থাকা সম্ভব না। তাই রাগী শাশুড়িকে একটু বুদ্ধি করে সামলে নিন। কীভাবে রাগী শাশুড়িকে সামলাবেন সে সম্বন্ধে কিছু উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
- শাশুড়িকে সামলানোর আগে স্বামীকে মানিয়ে নিন। তাঁকে বোঝানোর চেষ্টা করুন, আপনার মনমানসিকতা এক রকম আর শাশুড়িরটা অন্য রকম। দুজনের মতের অমিল হবে এটাই স্বাভাবিক। তবে বড় রকমের ঝামেলায় জড়িয়ে গেলে মাথা ঠান্ডা রেখে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। আর তখন আপনার স্বামী পরিস্থিতি সামলে নিতে আপনাকে অনেকটা সাহায্য করবে।
- সব ধরনের কথা শাশুড়িকে সঙ্গে না বলাই ভালো। আপনি যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন, সেটি আপনার শাশুড়ির ভালো নাও লাগতে পারে। তাহলে শাশুড়ি আর রাগ করার সুযোগ পাবেন না।
- যে ধরনের কথায় শাশুড়ি রাগ করতে পারেন, সেগুলো বুদ্ধি করে এড়িয়ে চলুন। অযথা ঝামেলায় জড়িয়ে লাভ কি বলুন? সংসারে একসঙ্গে থেকে ভালো থাকাটাই মুখ্য।
- যেকোনো সম্পর্কে একটু দূরত্ব রাখা ভালো। আর যৌথ পরিবারগুলোতে সবার মত অনুযায়ী কাজ করাটা বেশ কঠিন। সবার সঙ্গেই মিলে থাকার চেষ্টা করুন। তবে প্রত্যেকটি সম্পর্কের মাঝে দূরত্ব রাখুন।
- শাশুড়ির সব কথাই যে আপনার ভালো লাগবে তা তো নয়, তাই কিছু কথা শোনার পরও সেটার জবাব দিতে যাবেন না, এড়িয়ে চলুন। যাতে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকে।
- সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। কতক্ষণ আর শাশুড়ি রাগ করে থাকবে বলুন? তাঁকে রাগ করার সুযোগ না দিলে তিনিও আপনার দোষ ধরার সুযোগ পাবেন না।