এবার টেস্ট দলেরও অধিনায়ক রোহিত শর্মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এর পর ওয়ানডের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। রোহিত শর্মাকে দুই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল। পরে কোহলি টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লে কে হবেন নতুন অধিনায়ক, তা নিয়ে চলছিল আলোচনা।
শেষ পর্যন্ত রোহিত শর্মাকেই ভারতীয় টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে এই দায়িত্ব শুরু করবেন রোহিত।
লোকেশ রাহুল ভারতকে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকেই ভবিষ্যতের টেস্ট অধিনায়ক ভাবা হয়েছিল। তবে বিসিসিআই সেই পথে হাটেনি।
সব জল্পনাকে দূরে সরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিতকে অধিনায়ক এবং সহ-অধিনায়ক হয়েছেন জসপ্রীত বুমরাহকে।
আগামী ৪ মার্চ শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু ১২ মার্চ। এর আগে আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।
ভারতীয় টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্জাল, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শ্রিকার ভারত, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, সৌরভ কুমার, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।
ভারতীয় টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, ইশান কিষান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দিপক চাহার, দিপক হুডা, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, রবি বিষ্ণই, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও আভেশ খান।