ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাঈম
আঙুলে চোটের কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারছেন না স্পিনার নাঈম হাসান। অনিশ্চিত আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও।
গত বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পান বেক্সিমকো ঢাকার এই স্পিনার। ডান হাতে কনিষ্ঠায় ব্যথা পান তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আঙুলের চোটের কারণে চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাঈম। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর আঙুলে অস্ত্রোপচার করাতে হবে।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন নাঈম। পরবর্তী পদক্ষেপের জন্য বিশেষজ্ঞের অ্যাপয়েনমেন্ট নিয়েছি আমরা। উদ্বেগের বিষয় তার আঙুলে চিড় ধরেছে। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয় হাত ঠিক হতে সময় লাগবে।’
আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের । সিরিজে তিনটি করে টেস্ট-ওয়ানডে দুটি টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সিরিজের দৈর্ঘ্য কমতে পারে।