কোহলিকে প্রশংসায় ভাসালেন রোহিত
সম্প্রতি স্থায়ীভাবে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। দলের দায়িত্ব পেয়ে পূর্বসূরি বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় কোহলির প্রতি শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। কোহলির আক্রমণাত্মক মনোভাব পছন্দ করেন রোহিত।
এ ব্যাপারে রোহিত বলেন, ‘পাঁচ বছর সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলি। যতবার মাঠে নেমেছি, তা দেখেছি। প্রতিটা ম্যাচ জিততে চান কোহলি। সেই বার্তাটা দলের কাছে পৌঁছে দেন তিনি। তার নেতৃত্বে খেলাটা দারুণ উপভোগ করেছি। দীর্ঘদিন ধরে কোহলির সঙ্গে খেলছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, ভবিষ্যতেও করব।’
অধিনায়কত্ব না থাকলেও, দলের সেরা ক্রিকেটার কোহলির কাছ থেকে আক্রমণাত্মক মনোভাবই চান রোহিত। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা সবাই কোহলির আক্রমণাত্মক মনোভাব দেখেছি। ভবিষ্যতেও সেই মনোভাবটা অব্যাহত থাকবে বলে আশা করি। সে দলের সেরা খেলোয়াড়। তার কাছ থেকে দল আরও বেশি পারফরম্যান্স আশা করে।’
ভারতের অধিনায়কত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন রোহিত, ‘এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং সম্মানিত। একটা বিশাল দয়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। সাদা বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
ভারতীয় ওয়ানাডে দলের নতুন অধিনায়ক আরও বলেন, ‘ভারতের হয়ে খেলা মানে বড় চাপ সামলাতেই হবে। এটা তো জানা কথা। চাপ সব সময় থাকবে। কারণ বাইরে আলোচনাটা চলতেই থাকবে। তবে আমাদের মূল কাজ নিজেদের কাজটা ঠিকভাবে করা। মাঠে নেমে খেলাটা জেতা। নিজের খেলাটা মাঠে মেলে ধরা। কে কি বলছে, সেটি গুরুত্বপূর্ণ নয়।’
বাইরের আলোচনা নিয়ে মাথা ঘামাতে চান না রোহিত, ‘শুধু অধিনায়ক হিসেবে নয়, ক্রিকেটার হিসেবেও আমি একটা কথা বিশ্বাস করি, বাইরে অনেক আলোচনা চলে, কথা হয়। কিন্তু আমাদের সে সব নিয়ে মাথা ঘামালে চলবে না। বিষয়গুলো আমাদের হাতে থাকে না। আমার লক্ষ্য থাকে সব কিছু দূরে সরিয়ে রেখে নিজের কাজটা করে যাওয়া।’
দলের খেলোয়াড়দেরও বাইরের আলোচনা নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় নতুন অধিনায়ক, ‘আমি এই বার্তাটাই দলকে দিয়েছি। আমরা যখন খুব বড় প্রতিযোগিতায় খেলতে যাব, তখন অনেক কথাবার্তা হবে, অনেক আলোচনা হবে। সে সব মাথায় রাখলে চলবে না।’
অধিনায়ক হিসেবে নিজের পরিকল্পনার কথাও পরিষ্কার করেছেন রোহিত, ‘ভারতকে আমি বেশি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাইনি। যখনই পেয়েছি যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’