কোয়ালিফায়ারে চট্টগ্রাম-খুলনা, এলিমিনেটরে ঢাকা-বরিশাল
গতকাল শনিবার শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব। শীর্ষ চার দল প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে। দলগুলো হলো— গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে ছিল তারা।
লিগ পর্ব শেষে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ চারে ওঠে চট্টগ্রাম। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা। তাই টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চট্টগ্রাম ও খুলনা।
আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা। আর আট ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে বরিশাল। তৃতীয় ও চতুর্থ হওয়ায় এই দুটি দল এলিমিনেটরে খেলবে। আগামী ১৪ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। আর এলিমিনেটরে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আগামী ১৫ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।