ছেলে ইজহানের সহযোগিতায় সানিয়ার অনুশীলন

সানিয়া মির্জার সঙ্গে ছেলে ইজহান মির্জা মালিক। ছবি : সংগৃহীত
টোকিও অলিম্পিক দুয়ারে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সানিয়ার ছেলে ইজহান তাঁকে সাহায্য করছে বলে।
গত বছরের জানুয়ারিতে কোর্টে ফেরেন সানিয়া। প্রায় দুবছর পর কোনো ডাবলস টুর্নামেন্টে জয় পান তিনি। চার বছর পর টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি চলছে তাঁর।
কঠোর এই অনুশীলনে ছোট্ট ইজহান মাকে সহযোগিতা করছেন। বল এগিয়ে দিচ্ছেন।
সানিয়ার বাবা ইমরান মির্জা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সানিয়া অনুশীলন করছেন। আর তাঁর ছেলে ইজহান মির্জা মালিক মাকে বল এগিয়ে দিচ্ছেন।
ইমরান মির্জা এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার কোচিংয়ের কাজটা সত্যি খুবই বিপদের মধ্যে রয়েছে। বাচ্চা ছেলেটির জন্য আমি আমার কাজটা হারাব বলে মনে হচ্ছে।’