জকোভিচের স্বপ্ন মাড়িয়ে ফাইনালে জেভেরেভ
এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের পর অলিম্পিকের স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে ছুটছিলেন নোভাক জকোভিচ। ধাপে ধাপে আগাচ্ছিলেন ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন স্ল্যাম জয়ের দিকে। কিন্তু শেষ পর্যন্ত জকোভিচকে লক্ষ্যে পৌঁছাতে দিলেন আলেক্সান্ডার জেভেরেভ। টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার স্বপ্ন মাড়িয়ে টোকিও অলিম্পিকের পুরুষ এককের ফাইনালে উঠেছেন আলেক্সান্ডার জেভেরেভ।
জকোভিচের বিদায়ে আরো রং হারাল টোকিওর টেনিস ইভেন্ট। টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। চোট কেড়ে নিয়েছে অ্যান্ডি মারেকেও। এরপর বিদায় নেন নাওমি ওসাকা ও স্টেফানোস সিৎসিপাস। এবার হেরে গেলেন জকোভিচও।
আজ শুক্রবার টোকিও অলিম্পিকসে টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে জকোভিচকে ১-৬, ৬-৩, ৬-১ গেমে ফাইনালে উঠেছেন জার্মানির জেভেরেভ।
স্বর্ণপদকের জন্য ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভ ও রাশিয়া অলিম্পিক টিমের (আরওসি) কারেন খাচানভ। সেমিফাইনালে তিনি জিতেছেন ৬-৩, ৬-৩ গেমে।
টেনিসে সময়টা দারুণ কাটছিল জকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতে এসেছেন অলিম্পিকের স্বর্ণ জিততে। টোকিও অলিম্পিকে স্বর্ণ পেলেই গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যেত টেনিসের এক নম্বর তারকার। সেই লক্ষ্যেই আগাচ্ছেন তিনি। কিন্তু পারলেন না স্বপ্ন পূরণ করতে।
টেনিস ইতিহাসে গোল্ডেন স্লাম জেতার কীর্তি স্টেফি গ্রাফ ছাড়া আর কারও নেই। ১৯৯৮ সালে ১৯ বছর বয়সী গ্রাফ এই কৃতিত্ব গড়েন।