বাংলাদেশ যুব দলের কোচ স্টুয়ার্ট ল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টুয়ার্ট ল। শ্রীলঙ্কান কোচ নাভেদ নেওয়াজের বিদায়ের পর পদটি শূন্য হয়। চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের দায়িত্ব পালন করে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলে যোগ দেন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট লকে নিয়োগ দিতে যাচ্ছি। চুক্তি হচ্ছে দুই বছরের জন্য।’
স্টুয়ার্ট ল এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ঈদুল আজহার পর জুলাইতে তিনি কাজ শুরু করবেন।
২০১১-২০১২ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। তাঁর কোচিংয়ে বাংলাদেশ ২০১২ সালে প্রথম এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। সেবার নাটকীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের দল।
এদিকে ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন। তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পাশাপাশি হাই পারফরম্যান্স বিভাগের সঙ্গেও কাজ করবেন।
ওয়াসিম ২০১৯ সালে বিসিবি একাডেমিতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। এর আগে ২০১৮-১৯ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছিলেন।
৪৪ বছর বয়সী জাফর ওড়িশা দলের প্রধান কোচ ছিলেন। ২০২১ সালের জুলাইয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছিল তাঁর।
২০২০ সালের মার্চ মাসে অবসর নেওয়ার পর জাফর উত্তরাখণ্ডের প্রধান কোচও ছিলেন। বিবাদে জড়িয়ে তখন পদত্যাগ করেছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করেছেন।