দুই মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ
গত সোমবার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মাত্র ১৩ মিনিট খেলে মাঠ ছেড়ে চলে গিয়েছিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এ বিষয়ে মঙ্গলবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলাবিষয়ক কমিটি বৈঠক করেছে। ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়ে চলে যাওয়ায় পুরনো ঢাকার ক্লাবটিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে এই কমিটি।
যার অর্থ চলতি মৌসুমের পাশাপাশি আগামী মৌসুমেও প্রিমিয়ার লিগ ফুটবলে খেলতে পারবে না ফরাশগঞ্জ। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাদের। চলমান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ হওয়ায় অংশগ্রহণ ফি হিসেবে পাওয়া ১৩ লাখ টাকা থেকে জরিমানার অর্থ ফেরত দিতে বলা হয়েছে ক্লাবটিকে।
বাফুফের প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই। নিশ্চয়ই লিগের বাইলজ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছিল ফরাশগঞ্জের। মাঝখানে দুই মৌসুম তারা পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়শিপ লিগে খেলেছিল। এ মৌসুমে আবার প্রিমিয়ার লিগে ফিরলেও ১৬ ম্যাচ খেলে নিষেধাজ্ঞার খাঁড়ায় কাঁটা পড়ল। মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগে সবার নিচে থাকা ফরাশগঞ্জের অবনমন মোটামুটি নিশ্চিতই ছিল। তবে আগামী মৌসুমে ফুটবলের বাইরে থাকা দলটির জন্য বিরাট আঘাত নিঃসন্দেহে।