আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান মুশফিক
এখন চলছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশি-বিদেশি সব খেলোয়াড়ই এ আসরে খেলছেন। তবে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হলে ভালো হয় বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সংক্ষিপ্ত ভার্সনে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির জন্য শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।
এ ব্যাপারে মুশফিক বলেন, ‘একটি মাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে সবাই অংশ নেওয়ার কারণে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য এটা অত্যন্ত কঠিন। তবে আমরা যাঁরা তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলে থাকি, তাঁদের জন্য বিষয়টি ভিন্ন। যে কারণে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভালো করাটা আমাদের জন্য তুলনামূলক সহজ। তবে এখনো যারা ভালো খেলছে, অবশ্যই তাদের সম্মান জানাতে হয়। তারা কীভাবে ভালো করছে, আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। আমাদের অনেককেই আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি মনে করছি, আমরা যত বেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পাব, তত ভালো পারফর্ম করব।’
বিসিবির বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক, ‘আমি মনে করছি, এ ধরনের আরেকটি টুর্নামেন্ট হলে কেবল আমাদের জন্য নয়, স্থানীয় খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ব্যস্ত সূচির কারণে হয়তো তা কিছুটা কঠিন। বিসিবি বিষয়টি নিয়ে ভাববে বলে আমার বিশ্বাস। এতে আমাদের ক্রিকেট অনেক উপকৃত হবে বলে আমি মনে করি।’