মাঝারি সংগ্রহ গড়েছে মাহমুদউল্লাহর খুলনা
পয়েন্ট তালিকায় একেবারেই তলানিতে আছে খুলনা টাইটানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। তাই চিটাগং ভাইকিংসের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাঝারি মানের সংগ্রহ গড়েছে তারা, করেছে ১৫১ রান।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ৪১ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। এর পরই তৃতীয় উইকেটে দাউদ মালন ও মাহমুদউল্লাহ দারুণ একটি পার্টনারশিপ গড়ে দলকে ভালো রান গড়ে দিতে রাখে মূল্যবান অবদান।
মালান ৪৩ বলে ৪৫ রান করেন। আর অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন ৩৩ রানের চমৎকার একটি ইনিংস। এর আগে জুনায়েদ সিদ্দিকী ২০ ও পল স্টারলিং ১৮ রান করেন।
চিটাগং বোলারদের মধ্যে তরুণ নাঈম হাসান দুর্দান্ত বল করেছেন। নাঈম চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন। এ ছাড়া সানজামুল ইসলাম দুটি এবং আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ পান একটি করে উইকেট।