সিলেটে দর্শকখরা কাটবে কি?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/15/photo-1547544079.jpg)
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার পসরা সাজানো বিনোদন। মাঠে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, পোলার্ডদের হার্ড হিটিংয়ের বিরুদ্ধে মুস্তাফিজের মতো কাটার মাস্টারদের কুশলী লড়াই। খেলার উত্তেজনা, আকর্ষণীয় সম্প্রচার, মাঠে জায়ান্ট স্ক্রিন আর লাউড স্পিকারের পাশাপাশি ড্রোন আর স্পাইডারক্যামের কারিকুরি। সব মিলিয়ে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো থাকে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু বিপিএলের ষষ্ঠ আসরে সেই আগ্রহের ছিটেফোটাও চোখে পড়ছে না। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বের অধিকাংশ ম্যাচে দেখা গেছে প্রায় দর্শকশূন্য গ্যালারি।
আগের আসরগুলোতে যেখানে টিকেট নিয়ে দর্শকদের কাড়াকাড়ি আর হট্টগোল থামাতে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছে, সেখানে এবারের আসরে গ্যালারির এমন শ্রীহীন অবস্থা ভাবিয়ে তুলছে আয়োজক আর ক্রিকেট সমর্থকদের। বিপিএল এখন বেশ প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। বিশ্বের বড় বড় তারকাদের প্রায় সবাই আসছেন এই টুর্নামেন্ট খেলতে। নতুন করে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্সরা যুক্ত হওয়ায় এবার দর্শকদের সমাগম বাড়বে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মাঠে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র।
এমন দর্শকখরার কয়েকটি কারণ উঠে এসেছে বিশ্লেষণে। তবে সবকিছুর উপরে থাকবে আয়োজকদের চরম অব্যবস্থাপনা ও দূরদৃষ্টির অভাব। টি-টোয়েন্টি উপযোগী ব্যাটিং সহায়ক পিচই প্রস্তুত করতে পারেনি গ্রাউন্ডস কমিটি। ফলে একের পর এক প্রতিদ্বন্দিতাহীন লো-স্কোরিং ম্যাচ দর্শকদের মাঠবিমুখ করেছে। চার-ছয়ের ফুলঝুরি আর খেলায় উত্তেজনা না থাকলে দর্শক মাঠে আসবেই বা কেন? তাছাড়া টিকেটের মূল্যও অনেক সাধারণ সমর্থকদের জন্য একটু বেশি হয়ে গেছে। আয়োজকদের বড় আরেকটি ভুল ছিল খেলার উদ্ভট সময়সূচি। তবে প্রবল সমালোচনার মুখে খেলাগুলোর সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
জাতীয় নির্বাচনের ঠিক পর পরই অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে আসর শুরু হয়ে যাওয়াটাও দর্শকখরার আরেকটি কারণ। তা ছাড়া স্পাইডারক্যাম, রিভিউ সিস্টেমের দুরবস্থা, যাচ্ছেতাই ধারাভাষ্য প্যানেল, দেশীয় ধারাভাষ্যকার ও উপস্থাপিকাদের ক্রিকেট জ্ঞানের অভাব, সম্প্রচারে তথ্যগত অসঙ্গতি ইত্যাদি অসংখ্য অভিযোগ দাঁড় করানো যাবে আয়োজকদের বিরুদ্ধে।
তবে আশার কথা হচ্ছে ঢাকায় শেষদিকে রুদ্ধশ্বাস উত্তেজনার কয়েকটা ম্যাচ হয়েছে। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভারে গড়িয়েছে একটি ম্যাচ। ম্যাচে রানের খরাও কাটছে আস্তে আস্তে। আর ঢাকা থেকে বিপিএল পর্ব এখন সিলেটে। দেশের সবচেয়ে সুদৃশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকেই বিপিএলের দর্শকখরা কাটবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।