রংপুরের সামনে মাহমুদউল্লাহর খুলনার ১৮২ রানের চ্যালেঞ্জ
প্রথম ওভারেই দারুণ সাফল্য পায় রংপুর রাইডার্স। খুলনা টাইটানসের ওপেনার আল আমিনকে সাজঘরে ফেরান মাশরাফি বিন মুর্তজা। অল্প কিছুক্ষণের মধ্যে আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিক আউট হয়ে গেলে কিছুটা বিপাকে পড়ে খুলনা টাইটানস। পরে অবশ্য তৃতীয় ও চতুর্থ উইকেট জুটির দৃঢ়তায় বড় সংগ্রহ গড়ে তারা, করে ১৮১ রান।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনার এই সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। ফরহাদ রেজার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৪৮ রান করেন তিনি। এ ছড়া ব্রেন্ডন টেইলর ৩২ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২৯ রান করেন।
আজকের ম্যাচটি খুলনা টাইটানসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হারলে আসরে সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। এর আগে সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। রংপুরও খুব একটা ভালো অবস্থানে নেই। সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
রংপুর রাইডার্স : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।
খুলনা টাইটানস : জুনায়েদ সিদ্দিক, আল আমিন, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, ইয়াসির শাহ, শুভাশীষ রায়।