চিটাগংকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মিরাজের রাজশাহী
শুরুর দিকে বেশ চমকে দিয়েছিল রাজশাহী কিংস। হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মতো ফেভারিট দলকে। মেহেদী হাসান মিরাজের দল শেষ কয়েকটি ম্যাচে সে অনুযায়ী সাফল্য পায়নি। তাই চিটাগং ভাইকিংসের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ চারে খেলতে হলে এই ম্যাচে ভালো কিছু করা চাই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে তারা গড়েছেও ১৯৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
রাজশাহীর এই সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখেন জনসন চার্লস। ক্যারিবীয় এই ব্যাটসম্যান উদ্বোধনীতে নেমে ৫৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। ৪৩ বল খরচায় পাঁচটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। পরে লরি ইভান্স (৩৬) ও সৌম্য সরকার (২৬) দুটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
তবে শেষ দিকে দলের সংগ্রহ বড় করতে রায়ান টেন ডেসকাটে ও ক্রিস্টিয়ান জনকার দারুণ ভূমিকা রাখেন। ডেসকাটে ১২ বলে ২৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। জনকার ১৭ বলে ৩৭ রান করেন।
আগের ম্যাচে মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে বড় রেকর্ড গড়েছিল রংপুর রাইডার্স। বিপিএলের সবচেয়ে বড় সংগ্রহ ২৩৯ রান করেছিল মাশরাফির দল। তাই নিজেদের মাঠে চিটাগং হেরেছিল বড় ব্যবধানে, ৭২ রানে।
অবশ্য তারা এখনো পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে। এর আগে খেলা ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। আর ৯ ম্যাচে ৮ পায়েন্ট নিয়ে রাজশাহী ষষ্ঠ স্থানে রয়েছে।