বিপিএলের শেষ চারে কে কার মুখোমুখি হবে

এবারের বিপিএলের অন্যতম ফেভারিট ঢাকা ডায়নামাইটস শেষ দল হিসেবে প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছে। এর আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংস শেষ চারে ওঠে।
এরই মধ্যে নিশ্চিত হয়েছে শেষ চারে কে কার মুখোমুখি হবে। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। দুটি ম্যাচই হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
মাশরাফির রংপুর ও তামিমের কুমিল্লা ১৬ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে ওঠে। আর মুশফিকের চিটাগং ১৪ ও সাকিবের ঢাকা ১২ পয়েন্ট পেয়ে পরের পর্বে জায়গা করে নেয়। আসর থেকে বিদায় নিয়েছে রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। রাজশাহী ১২ পয়েন্ট পেলেও সিলেট ১০ ও খুলনা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট।
রাজশাহী ও ঢাকার সমান ১২ পয়েন্ট করে ছিল, কিন্তু রানরেটে পিছিয়ে থেকে শেষ চারের আগেই ছিটকে পড়ে মেহেদী হাসান মিরাজের দল।
আগামী ৬ ফেব্রুয়ারি আসোরের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ।