হতাশা কাটছে না জেমি ডের

ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অনেকেই ধরে নিয়েছিল, জয় পাচ্ছে লাল-সবুজের দল। কিন্তু না, শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া করেন জামাল-মামুনুলরা। ম্যাচটি তাই ১-১ গোলের সমতায় শেষ হয়।
গতকাল মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিততে পারত অন্তত পাঁচ গোলে। নিশ্চিত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এত সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে গর্ব করলেও হতাশা ধরে রাখতে পারেননি ইংলিশ এই কোচ।
গতকাল ম্যাচের শুরুতেই বাংলাদেশ দারুণ দুটি সুযোগ হাতছাড়া করে। বিশেষ করে ৩২ মিনিটে একেবারে ভারতের বিপদ সীমানায় ঢুকে পড়েছিলেন এক স্ট্রাইকার। পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু ভারতের এক ডিফেন্ডার লাল-সবুজের দলের এই চেষ্টা ব্যর্থ করে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বারবার সুযোগ হারিয়ে অবশেষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
সংবাদমাধ্যমে কোচ জেমি ডে বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি। ছেলেরা ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিল। শেষ মুহূর্তে গোল খাওয়ায় আমিও হতাশ। কেননা, তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম। যদি পেছনে ফিরে বলি, ভারতে এসে ৭০ হাজার দর্শকের সামনে আমরা জয়ের আশা করিনি। পরিবেশ ছিল চমৎকার এবং আমি সত্যিই ছেলেদের পারফরম্যান্সে গর্বিত।’
তিনি আরো বলেন, ‘আমরা ভারতের চেয়ে র্যাংকিংয়ে ৮৫ ধাপ (আসলে ৮৩ ধাপ) পিছিয়ে। তাদের মাঠে এত দর্শকের সামনে ড্র নিয়ে ফেরা চমৎকার ব্যাপার। কিন্তু তিন পয়েন্ট না পাওয়ায় হতাশ।’