রিয়াল-ম্যানসিটি লড়াই গোলশূন্য
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোল করতে পারেনি কোনো দলই। প্রতিযোগিতার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবে। আগামী ৪ মে ফিরতি লেগ হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্রতিপক্ষের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগে একটা দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান আশার বাণী শোনালেও ঊরুর চোট কাটিয়ে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। হাঁটুর চোট থেকে সেরে উঠে করিম বেনজেমা অবশ্য পুরো প্রথমার্ধ খেলেছেন। তবে তেমন কিছু করতে পারেননি। বিরতির পর তাঁকে উঠিয়ে নিয়েছেন জিদান। প্রথম ৪৫ মিনিট অবশ্য দুই দলই খেলেছে সাবধানে। তেমন কোনো আক্রমণ হয়নি। তাই গোল করার সুযোগও তেমন তৈরি হয়নি।
তবে বিরতির পর দুই দলই আক্রমণে উঠেছে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের লড়াই অনেক বেশি উপভোগ্য ছিল। আক্রমণের ঝাঁজ বেশি ছিল রিয়াল মাদ্রিদের। ৭১ মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল অতিথিরা। দানিয়েল কারভাহালের ক্রস থেকে দারুণ হেড করেছিলেন হেসে। ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট পরাস্ত হলেও বল ফিরে এসেছে ক্রসবারে লেগে।
৮১ মিনিটে অবশ্য জো হার্টই বাঁচিয়ে দিয়েছেন ম্যানসিটিকে। চমৎকার এক আক্রমণ থেকে বল পেয়ে পোস্টের ঠিক সামনে থেকে শট নিয়েছিলেন পেপে। কিন্তু দারুণ দক্ষতায় সেই শট ফিরিয়ে দিয়েছেন স্বাগতিকদের গোলরক্ষক।
সে তুলনায় কম হলেও ম্যানসিটি কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও আসল কাজ করতে পারেনি। তাই গোলবিহীন ম্যাচ দেখে বাড়ি ফিরতে হয়েছে দর্শককে।