বেলের জোড়া গোলে রিয়ালের সহজ জয়
ইনজুরির কারণে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবশ্য তাঁদের অভাব টের পেতে দেননি গ্যারেথ বেল। জোড়া গোল করে রিয়ালকে এনে দিয়েছেন ৩-০ ব্যবধানের সহজ জয়। রিয়ালের অপর গোলটি করেছেন মার্কো এসেনসিও।
সোসিয়েদাদের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। মাত্র দুই মিনিটের মাথায় জোরালো এক হেড থেকে গোল করেছিলেন বেল। ৪০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন এসেনসিও। লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এটিই ছিল তাঁর প্রথম গোল। গত ৯ আগস্ট উয়েফা সুপার কাপের ম্যাচেও গোল করেছিলেন রিয়ালের তরুণ এই ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল রিয়াল। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আরেকটি গোলের দেখা পেয়েছেন বেল। সোসিয়েদাদের গোলরক্ষককে দারুণভাবে পাশ কাটিয়ে বল জালে জড়িয়ে দিয়েছেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে ৬-২ গোলের বড় ব্যবধানের জয়। শিরোপার আরেক দাবিদার আতলেতিকো মাদ্রিদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দীর্ঘ ১০ মৌসুম পর লা লিগায় উত্তীর্ণ হওয়া দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। আতলেতিকো ও আলাভেসের মধ্যকার ম্যাচের দুটি গোলই হয়েছে ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন কেভিন গামেইরো। আতলেতিকোর জয় নিশ্চিতই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু চরম নাটকীয়তা উপহার দিয়ে দুই মিনিট পরেই ম্যাচের সমতাসূচক গোল করেছেন আলাভেসের মিডফিল্ডার মানু গ্রাসিয়া।