রিয়াল-বার্সার ওপরে লাস পালমাস!
স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকাটা দেখলে হয়তো চমকেই যাবেন ফুটবলপ্রেমীরা। মৌসুমের শুরুতে ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে নিচের সারির লাস পালমাস। দুই ম্যাচ শেষে পালমাসই আছে সবার ওপরে। গ্রানাডাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে তারা। প্রথম দুটি ম্যাচে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
লা লিগার প্রথম ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ৬-২ গোলের দাপুটে জয় পেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিততে বেশ কষ্ট করতে হয়েছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনাকে। রোববার সান মেমে স্টেডিয়ামে বার্সা জিতেছে ১-০ গোলে। কাতালানদের পক্ষে জয়সূচক গোলটি করেছেন ইভান রাকিতিচ। ২১ মিনিটের মাথায় আদ্রা তুরানের ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়েছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। শেষপর্যন্ত এটিই থেকে গেছে ম্যাচের একমাত্র গোল হিসেবে।
প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ হয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরেছিলেন লিওনেল মেসি। পেয়েছিলেন দুটি গোলের সুযোগ। কিন্তু কোনোবারই বল পাঠাতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে। বার্সার আরেক তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজও নষ্ট করেছেন সহজ কিছু গোলের সুযোগ। তবে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেই খুশি বার্সা কোচ লুইস এনরিকে, ‘আমি এই ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমরা ম্যাচের ফলটা আরো আগেই নিশ্চিত করে ফেলতে পারতাম। তবে শেষপর্যন্ত আমরা ভালো নৈপুণ্য দেখিয়েছি। আর তিনটি পয়েন্টও পেয়ে গেছি।’
লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদও সেল্তা ভিগোর বিপক্ষে পেয়েছে ২-১ গোলের জয়। তবে রিয়াল-বার্সার মতো লা লিগার শুরুটা ভালোভাবে করতে পারেনি শিরোপার আরেক প্রধান দাবিদার আতলেতিকো মাদ্রিদ। প্রথম দুটি ম্যাচেই ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যদের। প্রথম ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে লা লিগার নবাগত দল লেগানেসের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে আতলেতিকো। দুই ম্যাচ শেষে তারা আছে পয়েন্ট তালিকার ১২তম অবস্থানে।