ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম
দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর ১৭ দিন পরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আয়োজক ভারত। যা শক্তির অপচয় বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে মুখ খোলেন আকরাম। এই সিরিজ প্রসঙ্গে ওয়াসিম বলেন,‘ভারতে আলাদা আলাদা ভেন্যু এবং ভ্রমণের বিষয় আছে। প্রতি ম্যাচের মধ্যে ভ্রমণের জন্য এক দিন লাগে। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি সঞ্চয় করে রাখতে হবে। আমি বুঝতে পারছি না, কেন তারা তিনটি ওয়ানডে খেলছে।’
আকরাম আরও যোগ করেন, ‘হয়তো এই সূচি অনেক আগেই ঠিক করা ছিল। কিন্তু এটা কিছুটা অপ্রয়োজনীয়। আপনি যখন ঘরের মাঠে ফেভারিট থাকবেন, বড় টুর্নামেন্টের আগে ক্লান্ত হতে চাইবেন না। স্কোয়াডে বাড়তি খেলোয়াড় থাকলে অস্ট্রেলয়ার বিপক্ষে ম্যাচ তিনটি খেলতে পারেন আপনি।’
আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর তিনটি ভিন্ন ভেন্যুতে ওয়ানডে খেলবে ভারত। এই সিরিজ শেষেই ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক ভারত। এরপর ৩ অক্টোবর থিরুভানান্থাপুরামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত-কোহলিরা। আর এরপর ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।