আইসিসির সাজা পেলেন বাংলাদেশি পেসার
চলমান যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। সেই ম্যাচে হারের পর এবার দুঃসংবাদ পেলেন দলের অন্যতম সেরা পেসার মারুফ মৃধা। আইসিসির নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন এই বাঁহাতি পেসার।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ওই বিবৃতিতে বলা হয়, ভারতের বিপক্ষে ম্যাচের ৪৪তম ওভারে মারুফ প্রতিপক্ষ ব্যাটারকে অতি আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত দেন। যা আইসিসির আচরণবিধির লেভেল ১–এর ২.৫ ধারার অন্তর্ভুক্ত। যে কারণে পরবর্তীতে ম্যাচ অফিশিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে, আইসিসির ম্যাচ রেফারির দেয়া সাজা মেনে নেওয়ায় এ ক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, মারুফের নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে তার আচরণবিধি ভাঙার ঘটনা এই প্রথম। আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় স্পষ্টতই বলা আছে, কোনো ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না।