কুমিল্লা হতে চায় চ্যাম্পিয়ন, ট্রফি নিতে প্রস্তুত বরিশালের লঞ্চ
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমাণ দর্শক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাইন ধরে এখনও প্রবেশের অপেক্ষায় অনেকে। আর কিছুক্ষণ বাদেই সেখানে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের লড়াই। বিপিএল ফাইনালের এই লড়াই সরাসরি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দর্শক। তাদের অনেকেই আবার বাড়তি দামে না কি কিনেছেন টিকিট। তাও আবার একশ-দুশো নয়, অভিযোগ বলছে—৮০০ টাকার টিকিট দুই হাজার ৩০০ টাকায়, ২০০ টাকার টিকিট দেড় হাজার টাকায়, ৩০০ টাকার টিকিট দুই হাজার টাকায় কিনেছেন তারা।
তবে, সব অভিযোগ ভুলে তারা এখন খেলা উপভোগের অপেক্ষায়। এরই মধ্যে হয়েছে টস। টসে জিতে বোলিং বেছে নিয়েছে বরিশাল। এই লড়াইয়ে কুমিল্লা হতে চায় চ্যাম্পিয়ন, যদিও ট্রফি নিতে প্রস্তুত বরিশালের লঞ্চ। টানা তৃতীয় ও মোট পঞ্চম শিরোপার দ্বারপ্রান্তে কুমিল্লা। অন্যদিকে, প্রথম শিরোপার অপেক্ষা বরিশালের। দুই বছর আগে কুমিল্লার কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণাঞ্চলের দলটির।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শকরা। চোখেমুখে তাদের উদ্দীপনা। দুদলের সমর্থকদেরই প্রত্যাশা শিরোপা। এনটিভি অনলাইনকে কুমিল্লার এক ভক্ত বলেন, ‘আমরা পঞ্চমবার চ্যাম্পিয়ন হব। কুমিল্লা এমনিই চ্যাম্পিয়ন। ট্রফি জিতলে আমাদের কষ্ট সার্থক হবে।’
আরেক ভক্ত যেন খোঁচাই দিলেন বরিশালকে। তিনি বলেন, ‘বরিশালের কোনো পাত্তাই নেই। তাদের ভক্তদের বলব, এখন থেকে লঞ্চের টিকিট কেটে রাখেন। কারণ, ম্যাচ শেষে আপনাদের লঞ্চ ডুবে যাবে। বাড়ি যেতে পারবেন না।’
কম যান না বরিশালের সমর্থকরাও। দলটির অধিনায়ক তামিম ইকবাল এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ভক্তদের প্রত্যাশা আজও জ্বলে উঠবেন তামিম। একজন বলেন, ‘আজ আবার জ্বলে উঠবে তামিমের ব্যাট। আর আমরাও লঞ্চে করে কাপ নিয়ে যাব। লঞ্চ রেডি আছে। এখন কাপের অপেক্ষা।’
অন্য একজন বলেন, ‘জেতবে ব্যাডা বরিশাল। হাসব তো আমরাই। কুমিল্লার ভাইদের বলব, কাঁদার জন্য রেডি থাকেন। আমরা ট্রফি নেওয়ার জন্য লঞ্চ সাজাই আনছি।’