সিলেটে দলের সঙ্গে যোগ দিলেন মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে চলছে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যস্ততা শেষেই চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে ওয়ানডে দলের প্রস্তুতি। দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছাড়াও মিরাজ-তাইজুলরা।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ানডে দলের প্রস্তুতি। মুশফিক সিলেটে এসেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। লম্বা সময় করেছেন ব্যাটিংও। মুশফিক ছাড়াও ওয়ানডে দলের তানজীদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজও ঐচ্ছিক অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে নেট বোলারদের ছবি তোলার আবদারও রক্ষা করেন মুশফিক।
এদিন কোচিং স্টাফদের সঙ্গে মনোবিদ ফিল জোন্সও অনুশীলনে উপস্থিত ছিলেন। পুরোটা সময় ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন তিনি। ব্যাটিং অনুশীলন শেষ করে মুশফিক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করেছেন।
সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ পারফর্ম করেছেন মুশফিক। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে ১৫ ম্যাচে ৩৮০ রান করেছেন এই ব্যাটার। বিপিএলের সেই সুখস্মৃতি জাতীয় দলেও ধরে রাখতে চাইবেন ডানহাতি এই ব্যাটার।
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের পরই আগামী ১৩ মার্চ থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৮ মার্চ। এরপর যথাক্রমে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।