কেমন হলো মেসিদের নতুন জার্সি?
কোপা আমেরিকার সময়ে নতুন জার্সিতে হাজির হবেন লিওনেল মেসি-ডি মারিয়ারা এমন গুঞ্জন ছিল বেশ আগে থেকেই। এমনকি আর্জেন্টিনার নতুন জার্সি কয়েক দফায় ফাঁসও হয়েছিল। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে সামনে নিয়ে এলো জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্টিনেজ, পারেদেসদের দেখা গেছে নতুন জার্সিতে।
এবারের জার্সিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আকাশি-সাদা জার্সিতে বুকের বাঁ দিকে রয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থার লোগো। সেখানে একটি তারা বেড়েছে । ২০২২ সালের বিশ্বকাপ জেতায় তিনটি তারা দেখা যাচ্ছে সেখানে। বুকের ডান দিকে রয়েছে অ্যাডিডাসের লোগো। আর মাঝে বিশ্বকাপ জয়ের চিহ্ন।
হোম জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও প্রকাশ করা হয়েছে। অ্যাওয়ে জার্সি নীল রঙের। বুকের লোগোগুলি করা হয়েছে হাল্কা নীল রং দিয়ে। ঘাড়ের কাছে হাল্কা নীল রঙের তিনটি স্ট্র্যাপ রয়েছে। এই জার্সিটিও দর্শকদের মনে ধরেছে।
কোপা আমেরিকায় আগামী ২১ জুন প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসিদের পরের ম্যাচ চিলির বিপক্ষে ২৬ জুন। আর ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।