আবারও বার্সায় ফিরবেন গার্দিওলা?
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার স্বর্ণসময় ছিল পেপ গার্দিওলার অধীনে। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত কোচিং করান বার্সাকে। এ সময়ে ১৪টি শিরোপা জেতে বার্সা। ২০০৮/০৯ মৌসুমে তো জিতেছেন রেকর্ড ছয়টি শিরোপা। ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা কোচের তালিকায় ইয়োহান ক্রুইফের পরই আসে গার্দিওলার নাম।
২০১২ সালে বার্সার দায়িত্ব ছাড়েন গার্দিওলা। এরপর কোচিং করিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। বর্তমানে এই স্প্যানিশ কোচ আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্বে। ২০২৫ সাল পর্যন্ত সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি। তবে, সাবেক স্টেন ও বার্সা তারকা জেরার্ড পিকে মনে করেন, আগামী মৌসুমে ফের বার্সেলোনার কোচ হয়ে আসবেন গার্দিওলা।
চলতি মৌসুম শেষে বার্সার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন জাভি হার্নান্দেজ। তার বিকল্প হিসেবে গার্দিওলার পাশাপাশি আর্সেনাল কোচ মিকেল আর্তেতার নাম শোনা যাচ্ছে। এমন সময়েই পিকে বললেন, গার্দিওলাই ফিরবেন ন্যু ক্যাম্পে।
গোল ডটকমে আজ রোববার (১৭ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুসারে পিকে বলেন, ‘আমি বিশ্বাস করি, পেপ (গার্দিওলা) আরও একবার ন্যু ক্যাম্পে আসবে। তার কাতালান ভক্তদের জন্য, নিজের শেকড়ের জন্য ফিরে আসা উচিত। তোর সঙ্গে আমার মাঝেমধ্যে কথা হয়। আমার কেন যেন মনে হয় সে ফিরবে।’