হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ
একই দল, তবু এক বছরের ব্যবধানে বড্ড আলাদা। যে ভারতকে গত বছর ঘরের মাঠে রুখে দিয়েছেল বাংলাদেশ, তাদের কাছেই এবার বাজেভাবে হারল সিরিজ। ভারত নারী দলের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ বৃহস্পতিবার (৯ মে) মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যোটিং বেছে নিয়েছে সফররত ভারত। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতে জিতে সিরিজ ইতোমধ্যেই বদলদাবা করেছে ভারত। হারমানপ্রীত-স্মৃতি মান্দানাদের লক্ষ্য শেষটি জিতে সিরিজের অপরাজেয় থাকা।
বাংলাদেশের স্বপ্ন শেষ আগেই। চার ম্যাচেই হেরেছে বাজেভাবে। শেষটা জিতে সিরিজে মানসম্মান বাঁচিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নইলে পড়তে হবে নিজ মাঠে হোয়াইটওয়াশের লজ্জায়।
শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে ভারত নামলেও, বাংলাদেশ দলে আজ এসেছে তিন পরিবর্তন। মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলামকে বসিয়ে একাদশে আনা হয়েছে সুবহানা মুস্তারি, রিতু মনি ও ফারিহা তৃষ্ণা।