অতিরিক্ত প্রশংসা তরুণদের অলস করে দেয় : গম্ভীর
কোনো ক্রিকেটার একটু ভালো খেললেই তাকে নিয়ে প্রশংসা শুরু হয়। চারদিকে হইচই, আলোচনার মাঝে ক্রিকেটার নিজেকে বেশ গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে। যখন বড় তারকারা নির্দিষ্ট কাউকে মাথায় তোলে, তখনই সেটি তার জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়। এমনটিই মনে করছেন ভারতের সাবেক তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।
ইএসপিএনক্রিকইনফোতে আজ মঙ্গলবার (২১ মে) প্রকাশিত প্রতিবেদনে গম্ভীর বলেন, ‘যখন আমাদের কেউ ১৫০ কিলোমিটার গতিতে বল করে, ব্যাটিংয়ে স্ট্রাইক রেট বেশি থাকে, তাকে নিয়ে আমরা মাতামাতি করি। সেই খেলোয়াড়কে হাইপে তুলি। তরুণদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। এতে আদতে ক্রিকেটারের ক্ষতি হয়। অধিকাংশ ক্ষেত্রেই বাড়তি প্রশংসা মনোযোগে ব্যাঘাত ঘটায়।’
বিভিন্ন সময়ে নানা নেতিবাচক মন্তব্যে আলোচনায় থাকা গম্ভীরের এই বক্তব্যটি যেন বেশ চমকপ্রদ। তিনি আরও যোগ করেন, ‘একজন বোলার নির্দিষ্ট কিছু জায়গায় জোরে বল করছে বা ব্যাটার ঝড়ো গতিতে রান তোলার মানে এই নয়, তাকে সব জায়গায় নিয়ে যেতে হবে। একেক দেশের পিচ একেকরকম। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানানসই, এমন খেলোয়াড় বাছাই করতে হবে।’
আইপিএলে গম্ভীরের দল কলকাতার আজ ম্যাচ। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তার দল। কলকাতা গ্রুপপর্ব শেষ করে এক নম্বরে থেকে, যা ১৭ বছরে এবারই প্রথম।