ব্যাটিংয়ে হতাশার সুর, অল্পতে থামার পথে বাংলাদেশ
সূদুর মার্কিন মুল্লুকে গিয়েও বদলায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। বরাবরের মতোই ব্যাটিংয়ে হতাশ করেছেন ব্যাটাররা। একে একে ফিরছেন সাজঘরে। রানের চাকাও মন্থর। এতে করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অল্পতেই থেমে যাবার অপেক্ষায় বাংলাদেশ।
টিকলেন না শান্ত, বিপাকে বাংলাদেশ
বিশ্বকাপের আগে ঠিক কতটা নড়বড়ে বাংলাদেশ—তা দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র সিরিজ। অচেনা এই দেশের বিপক্ষেও ব্যাটে হাতে স্বস্তিতে নেই লাল-সবুজের দল। লিটন-সৌম্য সরকারের পর ব্যাটিংয়ে ডুবিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের অবস্থা আরও নাজুক, তিনি ১১ বল খেলে নিয়েছেন মোটে ৩ রান। তিন টপ অর্ডারের বিদায়ে বিপাকে বাংলাদেশ। দলীয় ১২ ওভারেও বাংলাদেশ পায়নি শতরানের ছোঁয়া।
সৌম্য-লিটনের বিদায়, যুক্তরাষ্ট্রের বিপক্ষেও নড়বড়ে বাংলাদেশ
আধুনিক টি-টোয়েন্টির যুগে রীতিমতো রানের উৎসব করেন ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের চিত্র পাল্টায়নি। অবাক করার ব্যাপার হলো, বিশ্বের অন্যান্য দলের বিপক্ষেও যেমন নড়বড়ে শুরু হয় বাংলাদেশের তেমনটা হলো অচেনা যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। ক্রিকেটের এই নবীন দেশটির বিপক্ষেও টি-টোয়েন্টিতে মন্থর শুরু হলো বাংলাদেশের।
এ ছাড়া বরাবরের মতোই ব্যর্থ লিটন দাস। দুই ম্যাচ পর একাদশে ফিরেও রানে ফিরতে পারেননি তিনি। স্বাগতিকদের বিপক্ষে ১৫ বলে ১৪ রান করে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশ করেছে প্রথম ৫ ওভারে মাত্র ৩৪ রান।
বিদায় নিয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকারও। ১৩ বলে ২০ রান করে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কদিন পরেই শুরু হবে বিশ্বকাপ অভিযান। তার আগে প্রস্তুতির পরীক্ষাটা শুরু স্বাগতিক দের যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের আগে আজ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের সিরিজ।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিং করছে নাজমুল হোসেন শান্তর দল।
ক্রিকেটের কোনো সংস্করণে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। আজই প্রথম মাঠে নামা এই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে। যদিও জয়-পরাজয়ের চেয়ে এখানে বড় পরীক্ষাটা হলো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ, এই যুক্তরাষ্ট্রের মাটিতেই যে গড়াবে বিশ্বকাপের আসর। তার সঙ্গে সহযোগী আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
যেমন হলো বাংলাদেশ একাদশ
লম্বা সময় ধরে ব্যাটে রান নেই। বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে। কিন্তু অভিজ্ঞতা আর কিপিংয়ের জোরের লিটন দাসের ঠাই মিলে গেছে বিশ্বকাপের দলে।
বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে রানে ফিরতে বড় সুযোগ পাচ্ছেন লিটন। ডানহাতি এই ব্যাটারকে নিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
লিটন ফেরায় একাদশে নেই তানজিদ তামিম। তাকে আজ বিশ্রামে রেখেছে বাংলাদেশ। এ ছাড়া জায়গা হারিয়েছেন তানভীর ইসলাম।
লিটন ছাড়াও বিশ্রাম কাটিয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। যিনি জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে ছিলেন।