ফুটবলকে বিদায় জানালেন মুলার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/15/muller.jpg)
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন জার্মানির ফুটবলার থমাস মুলার। একটি ভিডিওবার্তার মাধ্যমে আজ সোমবার (১৫ জুলাই) এই ফুটবলার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন। ৩৪ বছর বয়সী তারকা ১৪ বছর খেলেছেন আন্তর্জাতিক ফুটবল। জার্মানির জার্সিতে ২০১০ সালে অভিষিক্ত হন তিনি।
২০১৪ সালে বিশ্বকাপ জেতা স্ট্রাইকার মুলার জার্মানির হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তারচেয়ে বেশি ম্যাচ খেলেছেন দুই জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস ও মিরোস্লাভ ক্লোসা। ১৩১ ম্যাচে ৪৫টি গোল করেন মুলার। এবারের ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জা্র্মানি। তখন থেকেই গুঞ্জন ছিল অবসরে যাবেন মুলার।
গুঞ্জন সত্যি করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মুলার। বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ভিডিওতে নিজের শুরুর দিনগুলোর কথা মনে করেন। পাশাপাশি তার এই যাত্রায় পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন মুলার।
বিদায়ী বার্তায় মুলার বলেন, ‘সেই স্কুল থেকে আমি ফুটবল শুরু করি। ১৪ বছর আগে জার্মানির জার্সি প্রথমবার গায়ে চাপাই। এরপর আমার চমৎকার এক যাত্রা শুরু হয়। অসাধারণ সব সতীর্থ পাই, যাদের নিয়ে বিশ্বজয় করি আমরা। জার্মানি জাতীয় দলের সব সতীর্থ, আমার ভক্ত ও শুভাকাঙ্খী সবাইকে ধন্যবাদ। আমি থামছি। এবার থেকে দেখা হবে জার্মান ফুটবলের একজন ভক্ত হিসেবে।’