বৃষ্টি উপেক্ষা করে কন্ডিশনিং ক্যাম্পে তাসকিনরা
দেশজুড়ে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এ বৃষ্টিপাত থেমে থেমে আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতার। বৃষ্টি উপেক্ষা করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। ফিজিও বায়েজিদ ইসলামের তত্ববধানে স্ট্রেন্থ টেস্টে অংশ নেন ১৪ জন ক্রিকেটার।
আজ শনিবার (৩ আগস্ট) সকালে বৈরি আবহাওয়ার কারণে মিরপুরে বিসিবির অ্যাকাডেমিতে স্ট্রেন্থ টেস্টে অংশ নেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। আগামীকাল থেকে স্কিল ট্রেনিং শুরু হওয়ার কথা রয়েছে। গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানিং টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিডনিতে পরিবারের কাছে যান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ১৭ জুলাই ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু বিমানের টিকিট জটিলতায় আসতে পারেননি। অবশেষে গতকাল ঢাকায় এসেছেন এবং যোগ দিয়েছেন দলের সঙ্গে। ১৪ আগস্ট পর্যন্ত মিরপুরেই অনুশীলন করবে টিম বাংলাদেশ। ১৬ আগস্ট দেশ ছাড়বে শান্তর দল।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২১-২৫ আগস্ট প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট করাচিতে অনুষ্ঠিত হবে। চলতি ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ৮টি টেস্ট খেলবে। পাকিস্তান সিরিজের পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে শান্তরা।