অসহযোগ আন্দোলনে বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই শনিবার শুরু হয়েছিল শান্তদের পাকিস্তান সিরিজের প্রস্তুতি। তবে, একদিনের মাথায় সেই ক্যাম্প স্থগিত করল বিসিবি। মূলত দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কারণে আপাতত খেলোয়াড়দের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে বিসিবি।
জানা গেছে আজকের জন্য অনুশীলন স্থগিত রাখা হয়েছে। আগামীকাল অনুশীলন হবে কিনা, সেই বিষয়ে পরবর্তীতে জানাবে বিসিবি। এর আগে, শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই হোম অব ক্রিকেটে হয়েছে স্ট্রেন্থ টেস্ট। ১৪ ক্রিকেটার দিয়ে বেঞ্চপ্রেস, স্কোডাট, চিনআপের পরীক্ষা। যেখানে লেটার মার্কস না হলেও পাস করেছেন সবাই, হয়েছে উন্নতিও।
স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২১-২৫ আগস্ট প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট করাচিতে অনুষ্ঠিত হবে। চলতি ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ৮টি টেস্ট খেলবে। পাকিস্তান সিরিজের পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে শান্তরা।