চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
শেখ হাসিনার ক্ষমতার পালাবদলের পর দেশজুড়ে চলা ব্যাপক সহিংসতা, অরাজকতা ও চরম অনিশ্চিত পরিবেশে সঠিক সময়ে পাকিস্তান সফরে যেতে পারেনি বাংলাদেশ 'এ' দল। এবার জাতীয় দলের সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এমন অনিশ্চয়তার মাঝেই বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করে পিসিবি। ১৭ জনের এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে রয়েছেন দুজন। ব্যাটসম্যান কামরান গুলাম, মোহাম্মদ হুরায়রা। ঘরোয়া ক্রিকেটে তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই টেস্ট দলে ডাকা হয়েছে। এছাড়াও সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। আর চোটের কারণে দলে নেই হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম।
আগামী বছরের এপ্রিলের মাঝে ৯ টেস্ট, ১৪ টি-টোয়েন্টি এবং কমপক্ষে ১৭ ওয়ানডে খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল রাওয়ালপিন্ডিতে আগামী ১১ আগস্ট শনিবার থেকে অনুশীলন শুরু করবে।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সারফরাজ আহমেদ এবং শাহিন শাহ আফ্রিদি।