দ্বিতীয় দিনের অনুশীলন, প্রাণবন্ত বাংলাদেশ
জুলাই থেকে শুরু হওয়া বিপ্লব ও রাজনৈতিক অস্থিরতা ছুঁয়েছে পুরো দেশকে। দেশের প্রতিটি সেক্টরেই নেমে আসে আতঙ্ক। স্থবির হয়ে পড়ে সবকিছু। ধীরে ধীরে সেসব কাটিয়ে উঠছে বাংলাদেশ। ক্রিকেটাররাও ফিরেছেন মাঠে। খেলার মানুষদের দেখা যাচ্ছে সবুজ ঘাসে। ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।
পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। শুরু হয়েছে অনুশীলন। দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পুরোদমে চলছে অনুশীলন। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে সাকিব আল হাসান, শরিফুল ইসলামদের। বোলিংয়ে বেশ ভালো নজর দিচ্ছে বাংলাদেশ, ব্যাটাররাও আরেক প্রান্তে প্রস্তুত হচ্ছেন। যা দলের জন্য বেশ ইতিবাচক।
লাহোরে আজ গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘খেলার ব্যাপারে সাকিব সবসময় ইতিবাচক। সে তরুণদের জন্য অনুপ্রেরণা। সাকিব ছাড়াও, মুশি (মুশফিকুর রহিম), নাজমুল হোসেন শান্তরা দারুণ ইতিবাচক। দায়িত্ব নিয়ে খেলে তারা। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’
দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেটাররা। ক্রিকেট এ দেশের মানুষকে এক সুতোয় গাঁথে। দল ভালো খেললে সবার ঠোঁটের কোণে দেখা দেয় এক চিলতে হাসির ঝলক। থমথমে এই সময়টায় ক্রিকেটারদের ভালো খেলাটা তাই জরুরি। দেশের আপামর মানুষকে এনে দিতে পারে খানিকটা স্বস্তি।