ফ্লিকের বার্সা ক্লিক করতে পারবে তো?
মাঠের ফুটবলের প্রবল প্রভাবশালী বার্সেলোনা হঠাৎ করেই হারিয়ে যায়। সাবেক তারকা ও বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজের হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব। গোটা খেলোয়াড়ি জীবনে যে জাভিকে মাথায় তুলে রেখেছিল ভক্তরা, সেই তাকেই শুনতে হয়েছিল দুয়োধ্বনি। কোচ জাভির ব্যর্থতায় ভরাডুবি দেখে কাতালান ক্লাবটি।
জাভির বিকল্প হিসেবে নতুন কোচ নিয়োগ দেয় বার্সেলোনা। এবার আর স্প্যানিশ কেউ নন, দায়িত্ব ওঠে জার্মানকোচ হ্যানসি ফ্লিকের হাতে। ২০২৪-২৫ মৌসুম দিয়ে শুরু হয়েছে যার যাত্রা। লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে শুভসূচনা করেছেন ফ্লিক। ম্যাচে বার্সার পক্ষে জোড়া গোল করেন রবার্ট লেভানডস্কি।
বার্সেলোনায় তারকার কমতি নেই। তবু, ব্যর্থ হয়েছিলেন জাভি। ক্রমাগত ভুলে দলকে ঠিক বার্সাসুলভ পদ্ধতিতে খেলাতে পারেননি। যার রেশ থেকে যায় গোটা মৌসুম। ফ্লিকের অধীনে নতুন করে শুরু করেছে কাতালানরা। সেটি বোঝা গেছে, দলের শরীরী ভাষায়।
ফ্লিকের এই নতুন বার্সা কেমন করবে, তা বলবে সময়। মাত্র একটি জয় কোনোভাবেই তাকে ভালো কিংবা খারাপ বলার জন্য যথেষ্ট নয়। যদিও, তাকে নিয়ে আশাবাদী ভক্তরা। জার্মান ফুটবল বরাবরই গতি ও ফলনির্ভর। যেখানে বার্সার ধ্যানধারণায় পজিশন নির্ভর ফুটবল ও সৌন্দর্য।
গেল রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও বল দখলে এগিয়ে ছিল বার্সা। ৬৪ শতাংশ নিয়ন্ত্রণ ছিল তাদের। তবে, খেলায় ছিল গতি। যা দলের জন্য ইতিবাচক। গতি ও নিয়ন্ত্রণের সমন্বয় ঘটলে একটি দল হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য।