রাওয়ালপিন্ডিতে হেসেছে সূর্য, কখন গড়াবে খেলা?
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টও জিতে কি পাকিস্তানকে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ? ম্যাচটি জিততে ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম শুরুটাও দারুণ করেছেন। দুজনে মিলে তুলে ফেলেছেন ৪২ রান। তবে, যত চিন্তা বৃষ্টি নিয়ে। কারণ বাংলাদেশের ইতিহাস গড়ার পথে বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।
তবে, ভক্তদের জন্য সুখবর, রাওয়ালপিন্ডিতে আপাতত কোনো বৃষ্টি নেই। যদিও আকাশ মেঘলা রয়েছে। তাই আর নতুন করে বৃষ্টি না হলে সকাল পৌনে ১১টায় শুরু হবে খেলা। যদিও অ্যাকুওয়েদার ডট কম জানাচ্ছে এখনও বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। তবে বিভিন্ন ওয়েবসাইটে বেলা ১১টার পর থেকে বজ্রপাতসহ বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
তাই যত দ্রুত সম্ভব বাকি রান তুলে ফেলতে চায় শান্তরা। এ অবস্থায় বেশ চাপে আছে পাকিস্তান। ম্যাচ হারের চেয়ে বৃষ্টিতে ড্র হয়তো বেশি পছন্দ করবে তারা। অবশ্য বৃষ্টির জোরাল সম্ভাবনা নিয়েই টেস্ট শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম দিনে গড়ায়নি কোনো বল। মাঝে আবহাওয়া খেলার অনুকূলে থাকলেও চতুর্থ দিন বিকেলে পুরো সেশন পরিত্যক্ত হয়।
দেশের বাইরে এক সিরিজে দুটি টেস্ট জয়, দেশের বাইরে সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের টেস্ট ইতিহাসে আছে একটিই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় এসেছিল ২-০ ব্যবধানে। তবে সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় শীর্ষ ক্যারিবিয়ান ক্রিকেটারদের কেউ খেলেননি, দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিল তারা। বিদেশে পূর্ণ শক্তির দলের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে এটিই।