ভারত সিরিজ যে কারণে শরিফুলের কাছে গুরুত্বপূর্ণ
সুসময় পার করছে দেশের ক্রিকেট। ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। পাকিস্তানকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। মিশন এবার ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে খেললেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। অন্যরকম এক বাংলাদেশ দল যাচ্ছে সফরে।
ক্রিকেটে ভালো করতে হলে পুরো দলকে অবদান রাখতে হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগ তো আছেই। বোলিংয়ে আবার আছে পেস ও স্পিন। বাংলাদেশ লম্বা সময় স্পিন নির্ভর থাকলেও পেসাররা হাল ধরছেন গত এক বছরের বেশি সময় ধরে। যেখানে সামনের সারিতে আছেন পেসার শরিফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সফরের পর অপেক্ষায় ভারত সফর। এই সিরিজিটি শরিফুলের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এবং আমাদের ক্রিকেটের প্রতি বাকি দলগুলো নজর রাখতে ভারত সফরে ভালো করার বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়াকে দেওয়া বক্তব্যে শরিফুল জানান, ভারতের সঙ্গে ভালো করলে অন্যরা গুরুত্ব দেবে বাংলাদেশকে।
শরিফুল বলেন, ‘পাকিস্তানের চেয়ে অভিজ্ঞতায় ভারত এগিয়ে। ওরা বড় দল। আমার মনে হয়, বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি, তাহলে বিশ্বব্যাপী সবাই আমাদের দিকে নজর দেবে। আমাদের খেলা দেখবে। আমাদের চেষ্টা থাকবে, যেন ভালো খেলতে পারি। যেভাবে অনুশীলন করছি, তা মাঠে কাজে লাগাতে চাইব। আমরা যাতে জয় দিয়ে শুরু করতে পারি, সেই চেষ্টা থাকবে। একটা ভালো সিরিজ শেষ করেছি, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে।’
বাংলাদেশের মিশন এখন ধারাবাহিকতা ধরে রাখার। আত্মবিশ্বাসে ভরপুর দলটি ভারতে গিয়ে জয় তুলে নিতে পারলে, অবাক হওয়ার কিছু থাকবে না।