কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার
দুদিন আগেই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একইদিনে হেরেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যা ভক্তদের বেশ হতাশ করে। এবার একইদিনে ভিন্ন ম্যাচে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় মাঠে নামে এই দুই দল। তবে, এবার ব্রাজিল পারলেও হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এর ফলে আর কোয়ার্টারে খেলার ইচ্ছে পূরণ হলো না দলটির। শেষ আটে জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
অবশ্য ম্যাচের শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। ম্যাচের পঞ্চম মিনিটে জানজিনের গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ২৪তম মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাচতিগাল। এর এক মিনিট পরই ব্যবধান ৩-০ করেন ব্যান্ডের।
প্রথমার্ধে আরও এক গোল হজম করে আর্জেন্টিনা। বিরতির ঠিক আগে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্রি-কিকে দলের হয়ে চতুর্থ গোল করেন নাচতিগাল। যদিও প্রথমার্ধের শেষদিকে লোম্বারডি ল্যারের কল্যাণে একটি গোল শোধ দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে জার্মানি। জিকাইয়ের গোলে ব্যবধান ৫-১ করে দলটি। এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। শেষমেশ বড় হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টারে ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিলের মেয়েরা। ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে দেশটি। সেমিতে ওঠার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলের মেয়েরা।