মালদ্বীপের সঙ্গে ড্র, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের কাছে হারায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। এমন ম্যাচেই কিনা জয় তুলতে ব্যর্থ লাল-সবুজের দল। গোল মিসের হতাশায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
গতকাল রোববার (২৩ সেপ্টেম্বর) চাংলিমিথাং স্টেডিয়ামে আক্রমণ ও রক্ষণভাগের বিবর্ণতায় মালদ্বীপের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র। ফলে আসরে সাইফুল বারীর দলের সেমিফাইনালের ভাগ্য এখন সুতোয় ঝুলছে। এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ।
শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তাতে একের পর এক সুযোগ ধরা দিতে থাকে। তবে প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারান কিশোররা। ৩৭তম মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে বুক দিয়ে নাজমুল হুদা ফয়সাল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়। বাকি সময়ে আক্রমণ করলেও গোলশূন্য ছিল প্রথমার্ধ।
তবে, বিরতির পরই লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মুরশিদ আলীর শটে এগিয়ে যায় বাংলাদেশ। লিড নিলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এরপর ম্যাচের ৮০তম মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। যা মালদ্বীপের সেমির সম্ভাবনা জোরাল করেছে।