বদলে যাবে মিরপুরের পিচ, আশার কথা শোনাল বিসিবি
দেশের মাটিতে টি-টোয়েন্টিতে ভালো করলেও বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটারদের দৈন্যতা ফুটে উঠছে প্রতিনিয়ত। যার অন্যতম কারণ স্পোর্টিং উইকেটে খেলার সুযোগ না পাওয়া। ঘরের মাঠে ১২০-১৫০ রানের উইকেটে ম্যাচ খেলা ব্যাটাররা, কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে ১৮০ করবে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তাই এবার পিচের ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানাল বিসিবি।
২০২১ এ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মরা পিচে’ দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই ‘মেকি আত্মবিশ্বাসের’ পরিণতি কতটা ভয়াবহ ছিল, তা তো সবারই জানা। শেষ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজেও যার ব্যতিক্রম হয়নি।
ব্যাটারদের এমন ভরাডুবির মূল কারণ হিসেবে মিরপুরের নিচু-মন্থর উইকেটকেই দুষেছেন সবাই। কারণ বাংলাদেশ দল বেশিরভাগ খেলাই এই স্টেডিয়ামে খেলে। তাই সবার আগে ঢাকার উইকেটের ওপর নজর দিতে চায় বিসিবি। গতকাল সোমবার (৭ অক্টোবর) মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদ বলেন, ‘এই স্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়। যাতে প্লেয়াররা ভালো উইকেটে রান করতে পারে, বোলাররা উইকেট নিতে পারে।’
ফারুক আহমেদ আরও যোগ করেন, ‘ডিসেম্বর-জানুয়ারিতে রোদের তাপ কিন্তু কম, সবসময় সোজা না টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে। একটু সফট থাকে উইকেট, অত হার্ড পাবেন না সাভারের মত, যদি বৃষ্টি না থাকে।’