বিসিবি নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/hannan-bcb_1.jpg)
গত কয়েকদিন ধরে নানা ইস্যুতে বিতর্ক দানা বেঁধেছে ক্রিকেটপাড়ায়। এরমধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার। আজ রোববার (২ ফেব্রুয়ারি) পদ ছাড়েন তিনি। বিসিবির সিইওর কাছে গতকাল রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান সরকার।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় দলের নির্বাচক হিসেবে বিসিবিতে যাত্রা শুরু হয় হান্নান সরকারের। ঠিক এক বছরের মাথায় দায়িত্ব ছাড়লেন তিনি। সাবেক এই ক্রিকেটার এমন সময় পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যখন দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনি সরে যাওয়াতে নির্বাচক প্যানেলে এখন আছেন দুজন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক আব্দুর রাজ্জাক।
জাতীয় দলে কাজ করার আগে বয়সভিত্তিক দলে কাজ করেছিলেন হান্নান সরকার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের নির্বাচক প্যানেলে ছিলেন তিনি। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নানকে গত বছর আনা হয় জাতীয় দলের দায়িত্বে।
২০০২ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হান্নান। টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান ও ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেন তিনি।
মূলত, কোচিং পেশায় ফিরে যেতে হান্নানের এমন সিদ্ধান্ত। নির্বাচক হওয়ার আগে কোচ হিসেবে হাতেখড়ি হয়েছিল তার। লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করা জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগে কোচিং করিয়েছিলেন।