লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

দিনের খেলা মাঠে গড়িয়েছে তিন ঘণ্টা পর। অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক মিলে শুরু করেন তৃতীয় দিন। সিলেটে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৪১.৪ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান। স্বাগতিকরা নিয়েছে ৭৩ রানের লিড।
৮২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ লিড নেওয়ার আগেই সাজঘরের পথ ধরেন জয়। দলীয় ৭৩ রানে তাকে বিদায় করেন ব্লেসিং মুজারাবানি। ৩৩ রান আসে তার ব্যাট থেকে। ফিফটির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন মুমিনুলও। ৪৭ রান করে আউট হন ভিক্টর নায়ুচির বলে। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিলে ৬৫ রানের জুটি গড়েন মুমিনুল। তার বিদায়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ৪ রান করা মুশফিককে ফেরান মুজারাবানি।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে থামে ২৭৩ রানে, পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রানে। এই পিচে প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ২৫০ বা তার বেশি রানের লক্ষ্য দিলে অনেকটা নিরাপদ থাকা সম্ভব।