বন্দিদশা থেকেই অক্সফোর্ডের চ্যান্সেলর পদে ইমরান খানের আবেদন
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি অবস্থা থেকেই এ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। গতকাল রোববার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একথা জানিয়েছে। তার পক্ষে একজন প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন। খবর এএফপির।
পিটিআইয়ের লন্ডনভিত্তিক মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারি এএফপিকে বলেছেন, ইমরান খান তার আবেদন জমা দেওয়ার কথা বলেন। এখন আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, অক্সফোর্ড থেকে বেরিয়ে আসা বৃহত্তর বা জনপ্রিয় নামগুলির মধ্যে একজন ইমরান, তিনি চ্যান্সেলর হবেন, এটি আমাদের প্রত্যাশা।
সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেন। ক্রিস প্যাটেন প্রায় ২১ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। ১০ বছরের মেয়াদের জন্য এই পদে প্রার্থীদের তালিকা অক্টোবর পর্যন্ত প্রকাশ করা হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, মাসের শেষে ভোটগ্রহণ হবে। ইমরান খান সেখান থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ সমাজসেবক ও চলচ্চিত্র নির্মাতা জেমিমা গোল্ডস্মিথসহ তিনবার বিবাহিত, তিনি পরে সমাজসেবা এবং রাজনীতিতে পরিণত হন।