কিশোরগঞ্জে বজ্রপাতে বাল্কহেড শ্রমিক নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে বাল্কহেড শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার এলংজুরী বাজারের অদূরে নয়াগাঙে এলাকায় বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আল আমিন (৩০)। তিনি পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বন্নাকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেলের দিকে বাল্কহেড দিয়ে বালু তুলছিলেন শ্রমিক আল-আমিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হলে আল আমিন ঘটনাস্থলেই মারা যান।