খুলনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ
পুলিশের বাধার মুখে খুলনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সড়কের পরিবর্তে অফিসকক্ষে করতে হয়েছে।
আজ বুধবার সকালে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালনের লক্ষ্যে মঞ্চ নির্মাণ শুরু হয়। কিছু সময় পর খুলনা থানা পুলিশ এসে মঞ্চ ভেঙ্গে দেয় এবং নির্মাণ সামগ্রী ও বিপুল পরিমাণ চেয়ার আটক করে থানায় নিয়ে যায়। বলে দলের পক্ষে ইবাদুল হক ইমেল বার্তায় জানান।
যুবদলনেতা ইবাদুল হক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য নির্ধারিত সময়েই মেট্রোপলিটন পুলিশের দপ্তরে লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু অনুমতি না দেওয়াই দলীয় অফিসের ভেতরে ঘরোয়া ভাবে কর্মসূচি পালন করতে বলা হয়।
যুবদল নেতাদের অভিযোগ, কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছিল। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ওয়ার্ড, থান, ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালানো হয়েছিল। কিন্ত প্রশাসনের অসহযোগিতার কারণে কর্মসূচি বাধাগ্রস্ত । এই সময় বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এলেও পুলিশ তাদের অফিস কক্ষে ঢুকিয়ে দিয়ে সড়ক ফাঁকা করে দেয়।
বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, মুর্শিদ কামাল, শেখ সাদী, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন প্রমুখ।