গোপালগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/10/kashiani-thana_gopalgoanj.jpg)
গোপালগঞ্জের কাশিয়ানীতে শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশবাগান থেকে রবিউল শেখ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। নিহত রবিউল চরপদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, চরপদ্মবিলা গ্রামের শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি রবিউল শেখ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মশার কয়েল কিনতে ঘর থেকে বের হন। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেন। কিন্তু, রবিউলের সন্ধান পাননি তাঁরা।
আজ সকালে দীনেশ বিশ্বাসের বাঁশবাগানে রবিউলের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রবিউলের মরদেহের মাথা, কান, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, চেষ্টা চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছিল।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ৩০ নভেম্বর রাতে আপন খালাতে ভাই শহিদ শেখকে পিটিয়ে হত্যা করে রবিউল শেখ। এ ঘটনায় নিহতের ভাই কুব্বাত শেখ বাদী হয়ে রবিউল শেখকে প্রধান আসামি করে তাঁর ভাই মনির শেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা জামিনে রয়েছেন।