ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে আহত
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ণা আক্তার ইতি। গতকাল রোববার (২ এপ্রিল) রাতে রাজধানীর আফতাব নগরের জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন। রাত সোয়া ১০টার দিকে আফতাব নগরের বি ব্লকে ইতি ছিনতাইকারীদের কবলে পড়েন। সে সময় ইতির কাছে ফোন আর ব্যাগ চায় ছিনতাইকারীরা।
কিন্তু ইতি এসব দিতে রাজি হননি। ফলে, প্রথমে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন তাকে। এক পর্যায়ে ইতি গুরুতর আহত হলে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজ সোমবার (৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, অপূর্ণা আক্তার ইতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
ইতির সহপাঠী তানভীর কায়েস জানান, ছিনতাইকারীদের টাকা ও ব্যাগ না দেওয়ায় তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কুপিয়ে হত করে সব নিয়ে পালিয়ে যায় তারা।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’