নাটোরে অটোচালক হত্যায় গ্রেপ্তার ১, ভ্যান উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/24/natore_van_puller_killer_arrest.jpg)
নাটোরের বড়াইগ্রামে চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা ভ্যান। ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রামে অটোচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা ছিনতাইকারি চক্রের অন্যতম সদস্য রনি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ভ্যানটি।
আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চলতি বছরের ৫ মার্চ নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিরিবিলি পার্ক এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারী রনি ও তাঁর সহযোগী স্বপন অটোভ্যানচালক ইয়ামিন সরকারকে হত্যা করে। এ সময় ভ্যানটি নিয়ে নিয়ে যান তাঁরা।
গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ গত রাতে একই এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে। পরে একই উপজেলার ফুলবতী গ্রাম থেকে ভ্যানটি উদ্ধার করে পুলিশ।