ফেনীতে মুহুরীর বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের দুই অংশে ভাঙনের ফলে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আজ রোববার রাতে জেলার ফুলগাজী উপজেলার জয়পুর ও ঘনিয়ামোড়া এলাকা দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, ‘কিছুদিন আগে পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী জয়পুর এলাকায় একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। বাঁধটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে সেই ভাঙা অংশ দিয়ে পুনরায় পানি প্রবেশ করছে। এ ছাড়া পানির চাপে নুতুন করে একই এলাকায় আরেকটি ভাঙন দেখা দেয়। ফলে জয়পুর, ঘনিয়ামোড়া, বৈরাগপুর, উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর প্লাবিত হয়।
বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, গ্রামীণ সড়ক, পুকুর ও বসতবাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, নদীতে পানির তীব্র স্রোত রয়েছে। পানি নামলে বাঁধ সংস্কার করা হবে।
এর আগে গত ২৬ আগস্ট জেলার একই এলাকায় বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়।