বঙ্গোপসাগরের দুবলার চরে ফিশিং ট্রলার ডুবে নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/28/bagerhat-news-pic.jpg)
বঙ্গোপসাগরের পূর্ব সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় দুটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ সময় রুহুল আমীন খান (৪২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর কাছে এই দুর্ঘটনা ঘটে।
বনবিভাগ সূত্র জানিয়েছে, হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। এ সময় অজ্ঞাত পরিচয় ট্রলার দুটি দ্রুত পাড়ে ফেরার পথে ২০ জন জেলেসহ পানিতে ডুবে যায়। ঘটনার সময় কাছাকাছি থাকা অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করার পর পরই রুহুল আমীন মারা যান। মৃত রুহুল আমিন ও উদ্ধারকৃত জেলেদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায় বলে জানা গেছে।
দুবলা জেলে পল্লী সংলগ্ন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় মোবাইল ফোনে জানান, প্রচণ্ড ঢেউয়ে টিকতে না পেরে অজ্ঞাত ট্রলার দুটি অফিস কিল্লার দিকে আসছিল। এ সময় ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়া দুই ট্রলারের ২০ জেলের মধ্যে ট্রলারমালিক রুহুল আমীনের মৃত্যু হয়।
ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক চরদুয়ানীর মৎস্য ব্যবসায়ী মো. নাছির উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রলারের জেলেরা মোবাইল ফোনে তাকে দুর্ঘটনার খবর জানিয়েছে। নিহত রুহুল আমীন নিজেই একটি ট্রলারের মালিক। উদ্ধারকারীরা মৃত ও জীবিত জেলেদের চরদুয়ানী নিয়ে আসছে বলে জানান তিনি।